দেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশের খবর গণমাধ্যমে প্রকাশের পর নাগরিকদের জন্য সচেতন করতে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৫ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এই সতর্কতা জানায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নগদ লেনদেনের সময় জনগণকে আরও সতর্ক থাকতে হবে এবং জাল নোট শনাক্তে নির্ধারিত নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো ভালোভাবে যাচাই করতে হবে। এসব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে—ওয়াটারমার্ক, নিরাপত্তা সুতা, ইন্টাগ্লিও (উঁচু) প্রিন্টিং, রঙ পরিবর্তনশীল কালি (যেখানে প্রযোজ্য), এবং মাইক্রো টেক্সট। বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি, যেখানে সম্ভব সেখানে নগদের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। কেউ যদি কোনো সন্দেহজনক নোট পান বা এ সংক্রান্ত তথ্য জানেন, তাহলে দ্রুত নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন...