অমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অমির মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। অমির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এক শোকবার্তায় তিনি বলেন, ফারহানা ওয়াহেদ অমির অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারাল। তার পরিবারের জন্য এ ক্ষতি অপূরণীয়। উপাচার্য বলেন, এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। তিনি অমির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত স্বামীর দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন। মেহেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী ফারহানা ওয়াহেদ অমি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুরের ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়,...