বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার বলেছেন, টাইফয়েড টিকা হালাল। মালয়েশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ বিশ্বের অনেক মুসলিম দেশ এই টিকা গ্রহণ করেছে। টাইফয়েড টিকা জ্বর প্রতিরোধে অত্যন্ত কার্যকর। তাই টিকা নিয়ে কোনো প্রকার গুজব ছড়ানো যাবে না। এক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিশু ও কিশোর-কিশোরীদের উন্নয়নে সচেতনতামূলক প্রচার প্রকল্পের অংশ হিসেবে বরিশাল বিভাগীয় পর্যায়ে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের সঙ্গে ‘টাইফয়েড ক্যাম্পেইন ২০২৫’ নিয়ে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বুধবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বলেন, টাইফয়েড টিকা অত্যন্ত নিরাপদ ও কার্যকর। এই টিকা গর্ভকালীন জটিলতা, প্রজননক্ষমতা হ্রাস কিংবা সন্তান ধারণে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে না; বরং এটি টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখে। টিকা গ্রহণে দুশ্চিন্তার কোনো...