রেকর্ড স্পর্শ করেছিলেন মাস খানেক আগেই, এবার নিজেকেই ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন পর্তুগাল অধিনায়ক। মঙ্গলবার রাতে লিসবনে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল স্বাগতিক পর্তুগাল। তবে প্রথমার্ধেই দুটি গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল হজম করে শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র করে ম্যাচটি। গত মাসে হাঙ্গেরির বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে একটি গোল করে আগের সর্বোচ্চ গোলদাতা গুয়াতেমালার সাবেক স্ট্রাইকার কার্লোস রুইসের পাশে বসেছিলেন রোনালদো। এবার ফিরতি ম্যাচে প্রথম গোলে রুইসকে পেছনে ফেলে বিশ্বকাপ বাছাইপর্বে নতুন শীর্ষে ওঠেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড। দ্বিতীয় গোলটি তার রেকর্ডকে আরও উজ্জ্বল করেছে। এখন এই প্রতিযোগিতায় রোনালদোর গোলসংখ্যা ৪১। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ...