পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করার অভিযোগে চট্টগ্রামে আকবরশাহ এলাকার শাপলা আবাসিকে নুর উদ্দিন নামের এক সাবেক মাদরাসা অধ্যক্ষকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে নগরীর ইমামনগর এলাকার ক্ষতিগ্রস্ত পাহাড়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। অভিযানে পাহাড় কাটার সত্যতা পেয়ে শিক্ষক নুর উদ্দিনকে নোটিশ দিয়ে ব্যাখ্যা দিতে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক সোনিয়া সুলতানা বলেন, শাপলা আবাসিকের ইমামনগর এলাকায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড় কাটার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আরও পড়ুনবর্ধিত বন্দর মাশুলে চাপে ব্যবসা-বাণিজ্য, ভুগবে সাধারণ মানুষটাইফয়েড টিকা: ১২৯ বছর আগে ব্রিটিশ সেনা দিয়ে শুরু, আজ বিশ্বজুড়ে আশীর্বাদ পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শাপলা আবাসিকের ইমামনগর এলাকায় পাহাড় কেটে স্থাপনা...