বুধবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, গ্রেফতারকৃতরা হলো-চক্রের মূলহোতা আব্বাস মোল্লা, সদস্য জাহিদুল ইসলাম ওরফে বাবু, মিনার সরদার ও মোহাম্মদ রিপন শেখ। মামলা হওয়ার পর চক্রের অন্যতম হোতা সিলভিয়া দেশ ছেড়ে পালিয়ে গেছে। এ কারণে তাকে গ্রেফতার করা যায়নি। এই চক্রের সঙ্গে পাসপোর্ট অফিস, ভিসা সেন্টার এবং ইমিগ্রেশন পুলিশসহ সংশ্লিষ্ট অনেকেই জড়িত। জড়িতরা প্রভাবশালী হলেও তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে র্যাব। র্যাব অধিনায়ক জানান, ভুক্তভোগী তরুণী পিরোজপুরের একটি বিউটি পার্লারে চাকরি করতেন। এ বছরের মার্চে ফেসবুকে চীনে উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দেখে বাবু নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে বাবুর পরামর্শে তার বোনসহ ঢাকায় আসেন। চক্রের সদস্যরা তাদের পাসপোর্ট ও ভিসার কাজ সম্পন্ন করে ১৩ জুন...