নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জন্য বার্ষিক ডিভিডেন্ড ঘোষণার উদ্দেশ্যে বোর্ড সভার তারিখ চূড়ান্ত করেছে। কোম্পানিগুলো হলো—রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), ইউনিক হোটেল, আনোয়ার গ্যালভেনাইজিং, শেফার্ড ইন্ডাষ্ট্রিজ, মতিন স্পিনিং, ইভিন্স টেক্সটাইল-ইটিএল, আর্গন ডেনিম এবং জেএমআই হসপিটাল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর বোর্ড সভাগুলোতে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং শেয়ারহোল্ডারদের জন্য চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ইউনিক হোটেল এবং মতিন স্পিনিং-এর বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। ইউনিক হোটেল বিকেল ৩টায় সভা করবে, যারা গত অর্থবছরে ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। মতিন স্পিনিংয়ের সভা হবে বিকেল ৪টায়, যারা গত বছর ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ইভিন্স টেক্সটাইল-ইটিএল বিকেল ৪টায় এবং আর্গন ডেনিম বিকেল ৩টায় তাদের বোর্ড সভা করবে ২২...