আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। তাদের কয়েকজনের চোখ বাঁধা ও হাতকড়া পরানো ছিল। এই বিষয়টি ইঙ্গিত করে যে মাঠ পর্যায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর আলজাজিরার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর ফলে মোট মুক্তিপ্রাপ্ত মরদেহের সংখ্যা ৯০ জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, মেডিক্যাল টিমগুলো অনুমোদিত চিকিৎসা পদ্ধতি ও প্রোটোকল অনুসারে মৃতদেহগুলো পরীক্ষা, নথিভুক্ত এবং পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করার কাজ চালিয়ে যাচ্ছে। হামাস বুধবার (১৫ অক্টোবর) আরও চারজন ইসরায়েলি ব্যক্তির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। এর ফলে মোট মুক্তিপ্রাপ্ত মৃত বন্দির সংখ্যা আটজনে দাঁড়িয়েছে। এর মধ্যে তিনটি মরদেহ পরিবার কর্তৃক শনাক্ত করা হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, চতুর্থ মরদেহটি কোনো রেকর্ডকৃত বন্দির সঙ্গে মেলে না। ইসরায়েল বলেছে,...