৩৫ বছর পর আবারো ফিরছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষিত এই ভোট উৎসবের আগের রাতে পুরো ক্যাম্পাস যেন রূপ নিয়েছে এক আনন্দমেলায়। রাজনৈতিক উত্তাপের পাশাপাশি আবাসিক হলগুলোতে চলছে সুরের উচ্ছ্বাস, গান-বাজনার এক ভিন্ন আয়োজন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার চেনা নীরবতা ভেঙে গেছে গানের সুরে। কেউ হাতে তুলে নিয়েছেন গিটার, কেউ গাইছেন পুরোনো প্রিয় গান। রাত যত গভীর হচ্ছে, সুরের তালে তালে জমে উঠছে হাসি-উচ্ছ্বাস আর আনন্দ আড্ডা। গান আর গল্পে ভরা এই রাত যেন শিক্ষার্থীদের মনে জাগিয়ে তুলেছে এক অদ্ভুত রোমাঞ্চ। কেউ কেউ নির্বাচনের কথা বলছেন সুরের ফাঁকে, আবার কেউ শুধু উপভোগ করছেন মুহূর্তের আনন্দ। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জোবায়ের আহসান হাসতে হাসতে বলেন, আগামীকাল ভোট, আজ আর পড়াশোনার কথা...