মিয়ানমারের সামরিক সরকার সমর্থিত প্রশাসন আসন্ন নির্বাচন পুরো দেশজুড়ে পরিচালনা করতে সক্ষম হবে না বলে স্বীকার করেছেন দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইং। ডিসেম্বরের শেষ দিক থেকে মিয়ানমারে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। কিন্তু ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে এবং দেশের অনেক অংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে। খবর ইরাবতী নিউজের। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অংশগুলোতে জাতীয় আদশশুমারিই পরিচালনা করতে পারেনি দেশটির জান্তা সরকার। তাই অনুমিতভাবেই তারা সেসব এলাকায় নির্বাচনও করতে পারবে না বলে ধারণা করা হচ্ছিল। এবার প্রকাশেই তারা তা স্বীকার করে নিল। রয়টার্স জানিয়েছে, নির্বাচন পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক হবে না, এই প্রথমবারের মতো প্রকাশ্যে এমন স্বীকারোক্তি দিয়েছেন জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কয়েকদিনের মধ্যে এবং দক্ষিণপূর্ব এশিয়ার ১০ দেশের জোট...