ইসরায়েলের গণহত্যার যুদ্ধের সময় গাজা উপত্যকায় আটক প্রায় ১১৫ জন ফিলিস্তিনি চিকিৎসাকর্মীকে এখনো বন্দী করে রাখা হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) মানবাধিকার সংস্থা হেলথকেয়ার ওয়ার্কার্স ওয়াচের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের ডিসেম্বরের শেষের দিকে গ্রেপ্তার হওয়া গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াকে সাম্প্রতিক মুক্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।এর আগে, মার্কিন-সমর্থিত গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েলি কর্তৃপক্ষ ২৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছিল। ২০ জন ইসরায়েলি বন্দিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে এই মুক্তি দেওয়া হচ্ছে।সেই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর আটক করা ১ হাজার ৭০০ জনেরও বেশি নিরপরাধ জনতাকে মুক্তি দেওয়া হয়।মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৫৫ জন চিকিৎসাকর্মী রয়েছেন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের আটক করা গাজার ১১৫...