এই আয়োজনের অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে লালন সংগীত উৎসব। সেখানে জনপ্রিয় ব্যান্ড ‘লালন’ মঞ্চে উঠবে আগামী ১৮ অক্টোবর। ব্যান্ডটির ড্রামার থেইন হান মং বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘আমরা পারফর্ম করবো। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে আমাদের কথা হয়েছে। সুমি আপা থাকবেন, উনি গান করবেন।’ এদিকে, ‘লালন‘ ব্যান্ডের এই আসন্ন কনসার্টের এর খবরে বেশ উন্মাদনা ছড়িয়েছে শ্রোতাদের মাঝে। এ আয়োজনে ব্যান্ড ‘লালন’...