জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জকসু) ২০২৫ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচন উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জকসু নিরাপত্তা সম্পর্কিত যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তা হলো- সভায় জকসু নির্বাচনকালীন ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার; বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতকরণ; প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়; ভোট কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন; সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে কৌশলগত ব্যবস্থা গ্রহণ; বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ; রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখা এবং নিষিদ্ধ সংগঠনের অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় আরও যেসব সিদ্ধান্ত নেওয়া হয়- ছাত্রীদের জন্য পৃথক বুথ; নারী...