করজাল বাড়াতে বিদ্যমান কার্যালয়গুলোতে জনবল বৃদ্ধির পাশাপাশি সারা দেশে আরও ১২টি কাস্টম হাউজ ও ভ্যাট কমিশনারেট স্থাপন করা হচ্ছে। নতুন ইউনিটগুলোতে ক্যাডার-নন-ক্যাডার পদে ৩ হাজার ৫৯৭ জন নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমোদন শেষে আইআরডি থেকে আদেশ জারি করা হয়েছে। তিন ধাপে পাঁচটি নতুন মূল্য সংযোজন কর কমিশনারেট, চারটি নতুন কাস্টম হাউজ এবং তিনটি বিশেষায়িত দপ্তর সৃজন করা হবে। এনবিআর আশা করছে, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের প্রশাসনিক সংস্কার, পুনর্গঠন ও সম্প্রসারণের ফলে পরোক্ষ কর আহরণ কার্যক্রমের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পাবে। কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধি পাবে। ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং...