নেপালে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে। দেশটির সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ও সংসদ ভাঙার সিদ্ধান্তের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছে। বুধবার (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা এই তথ্য জানান। চলতি বছরের ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বল্পমেয়াদি নিষেধাজ্ঞা, অর্থনৈতিক দুরবস্থা ও দুর্নীতির বিরুদ্ধে যুবনেতৃত্বাধীন বিক্ষোভ শুরু হয়। তবে সরকারি দমন-পীড়নের পর তা দ্রুত দেশজুড়ে ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। দুই দিনের সহিংসতায় অন্তত ৭৩ জন নিহত হয়, আগুনে পুড়ে যায় সংসদ ভবন ও সরকারি দপ্তরগুলো, এবং শেষ পর্যন্ত সরকারের পতন ঘটে। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে (৭৩) নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং সংসদ ভেঙে দেওয়া হয়। তবে এই সিদ্ধান্তগুলোর সাংবিধানিক বৈধতা এখন প্রশ্নের মুখে। সুপ্রিম...