মার্কিন পপশিল্পী লেডি গাগা। গান, অভিনয়ের পাশাপাশি বিচিত্র ফ্যাশনের জন্যও তিনি বেশ আলোচিত। এই তারকাকে নিয়ে খবর, নতুন একটি হলিউড সিনেমায় যোগ দিয়েছেন তিনি। ২০০৬ সালের হিট ছবি ‘দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাডা’-এর আসন্ন ডিজনি সিকুয়েলে জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী লেডি গাগাকে দেখা যাবে।ফ্যাশন জগতকেন্দ্রিক এ সিনেমাটি সে সময় দর্শক ও সমালোচকদের হৃদয় জয় করেছিল অভিনয়, সংলাপ ও আভিজাত্যে। এবার সেই জনপ্রিয় ছবির সিকুয়েলে যুক্ত হচ্ছেন হলিউডের পপ আইকন লেডি গাগা।ভ্যারাইটি পত্রিকার খবর অনুযায়ী, গাগা ডিজনির এই নতুন সিকুয়েলে অভিনয় করতে যাচ্ছেন। সম্প্রতি ছবির শূটিং লোকেশন থেকে তাঁর কিছু ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়। পরে সূত্র নিশ্চিত করেছে, তিনি সত্যিই ছবিটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তবে নির্মাতারা তাঁর চরিত্রের বিস্তারিত এখনই প্রকাশ করতে চাইছেন না।‘দ্য ডেভিল ওয়্যারস...