ইউক্রেনের একটি আবাসিক ভবনে রুশ হামলার পর আগুন ধরে যায় মুখে যুদ্ধ বন্ধের কথা বললেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ও ইউক্রেন। বুধবার রুশ সেনাবাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি গ্রাম দখলের দাবি জানায়। এ ছাড়া নতুন করে চালানো রুশ হামলায় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, এ ঘটনায় আহত হয় অন্তত সাতজন। অন্যদিকে বুধবার ভোরে নেটওয়ার্কজনিত ত্রুটি ও রাশিয়ার আক্রমণের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের তিন শহরের ৩০ হাজার বাসিন্দা। তবে ইউক্রেনের বিরুদ্ধেও হামলার অভিযোগ তুলেছে রাশিয়া। মস্কোর দাবি, রাশিয়ার উদ্দেশে ছোড়া ১৯৫টি ড্রোন, ছয়টি হিমার্স রকেট ও দশটি গাইডেড বোমা প্রতিহত করেছে রুশ প্রতিরক্ষা বিভাগ। খবর আরটির।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে ইচ্ছুক নন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। হোয়াইট হাউসে সাংবাদিকদের...