
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, মানুষের জীবনমান উন্নয়ন তথা সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন, তার সবই ৩১ দফায় রয়েছে। আপনারা সবাই দফাগুলো পড়বেন, জানবেন এবং আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখবেন।বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়ায় উঠান বৈঠক ও বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে কফিল উদ্দিন বলেন, বিএনপি তথা জিয়া পরিবার বাংলাদেশের মানুষের আস্থার জায়গা। অথচ এই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ফ্যাসিবাদী হাসিনা সরকার এমন কোনো কাজ নেই যা করেনি। লক্ষ্য ছিল, জিয়া পরিবার যাতে বাংলাদেশের রাজনীতিতে আর না আসতে পারে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। উল্টো শেখ হাসিনাকেই দেশ থেকে পালিয়ে...