চট্টগ্রাম:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে একটি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল কেন্দ্রটিতে ভিপি পদে ৩৪ ভোট পেয়ে এগিয়ে আছেন ছাত্রদল মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, ২৯ ভোট পেয়ে জিএস পদে এগিয়ে আছেন বৈচিত্র্যে ঐক্য প্যানেলের প্রার্থী সুদর্শন চাকমা। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক এ এম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। এছাড়া প্রকাশিত ফলাফলে কেন্দ্রটিকে ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ২৭ ভোট, বাম সংগঠনগুলোর প্যানেল ‘বৈচিত্র্যের ঐক্য’র ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া পেয়েছেন ২৬ ভোট।এছাড়া জিএস পদে ছাত্রদল প্যানেলের শাফায়াত হোসেন পেয়েছেন ২৪ ভোট, শিবির প্যানেলের প্রার্থী সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক...