বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ডমূল্যের জোয়ারে অপ্রত্যাশিতভাবে আর্থিকভাবে বেশ লাভবনা হয়েছে ইতালি। দীর্ঘদিন ধরে না বিক্রি করে রিজার্ভ ধরে রাখার কৌশল এখন দেশটির জন্য সত্যিকার অর্থেই ‘স্বর্ণের খনি’ হয়ে উঠেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, ইতালির কেন্দ্রীয় ব্যাংক ২ হাজার ৪৫২ মেট্রিক টন স্বর্ণ মজুত রেখেছে। এই স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩০০ বিলিয়ন ডলার। যা দেশটির ২০২৪ সালের জাতীয় উৎপাদনের প্রায় ১৩ শতাংশ। যুক্তরাষ্ট্র ও জার্মানির পর এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম সরকারি স্বর্ণের রিজার্ভ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর তথ্য অনুসারে, বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণের মজুত রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে। মজুতের পরিমাণ ৮,১৩৩.৪৬ টন। দ্বিতীয় সর্বোচ্চ ৩,৩৫১.৪৮ টন রয়েছে জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এছাড়া ফ্রান্সের ২,৪৩৭ টন, চীন ২,২৯২ টন, সুইজারল্যান্ড ১,০৪০ টন, ভারত ৮৭৯ টন এবং জাপানের রয়েছে ৮৪৬ টন। স্বর্ণের সঙ্গে...