ইসরায়েলি সেনাদের হাতে আটকের পর কী পরিমাণ নির্যাতনের শিকার হয়েছিলেন তার বিবরণ প্রকাশ করেছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। সুইডিশ সংবাদমাধ্যম আফটোনব্লাডেটকে দেওয়া সাক্ষাাৎকারে এই বিবরণ দিয়েছেন তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা ও সাধারণ মানুষের জন্য ত্রাণ নিয়ে সমুদ্রপথে গাজার দিকে রওনা দিয়েছিলেন বিশ্বের প্রায় ৫০০ অধিকারকর্মী। এদের মধ্যে ছিলেন গ্রেটা থুনবার্গ। গত ২ অক্টোবর গ্রেটা যেই জাহাজটিতে ছিলেন সেটি আটক করে ইসরায়েলি নৌ কমান্ডোরা। এরপরই শুরু হয় জাহাজে থাকা অধিকারকর্মীদের ওপর নির্যাতন। গ্রেটা জানিয়েছেন, আটকের পর তার স্যুটকেস জব্দ করে ইসরায়েলি সেনারা। স্যুটকেসটি ফেরত দেওয়া হলে তিনি দেখেন সেখানে ‘বেশ্যা থুনবার্গ’ লিখে দেওয়া হয়েছে। এছাড়া তার লাগেজের ওপর কালো মার্কার কলম দিয়ে ইসরায়েলি পতাকা এবং পুরুষাঙ্গের ছবি আঁকা ছিল। তিনি জানান, আটকের পর তাকে কাঁটাতারের বেড়ার...