যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৯তম সভা বানচাল চেষ্টায় অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের বিরুদ্ধে। এ ঘটনায় আইসিটি সেলের কাছে ব্যাখা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ঘটনার মূল কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটির সদস্যদের নাম জানা যায়নি।আরো পড়ুন:যবিপ্রবিতে ছাত্র সংসদ চায় ৫৭ শতাংশ শিক্ষার্থীযবিপ্রবিতে এআইএস স্পোর্টস কার্নিভাল শুরু সূত্র জানায়, বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় কয়েকজন সদস্য জুম লিংকের মাধ্যমে অনলাইনে যুক্ত হওয়ার কথা ছিল। এ বিষয়ে সভার একদিন আগে নোটিশের মাধ্যমে আইসিটি সেলকে জুম লিংক তৈরির নির্দেশনা দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় সকালে ৯টায় রিজেন্ট বোর্ডে যোগদানের জন্য সদস্যরা লিংকে প্রবেশের চেষ্টা করেও বারবার ব্যর্থ হন। পরে বিষয়টি আইসিটি সেলকে জানানো...