কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা ও বর্ষীয়ান বিরোধী নেতা ৮০ বছর বয়সে মারা গেছেন। তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। বুধবার স্থানীয় সময় সকাল ০৯:৫২ মিনিটে ওডিঙ্গা মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি সকালে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দেবমাতা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তৃপক্ষ জানায়, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে তার জীবনসঞ্চারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ওডিঙ্গাকে ‘সাহসের আলোকস্তম্ভ’ ও দেশের ‘গণতন্ত্রের পিতা’ হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন। রুটো বলেছেন, “রাইলা আমোলো ওডিঙ্গা সত্যিই এক প্রজন্মে একবার জন্মানো নেতা। একজন ব্যক্তি যার আদর্শ রাজনীতির সীমারেখা ছাড়িয়ে গেছে, এবং যার উত্তরাধিকার আগামী প্রজন্মের জন্য কেনিয়ার ভাগ্য নির্ধারণ করবে।” ওডিঙ্গাকে পূর্ণ...