ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের প্রতিশোধ নিয়েছে আফগানিস্তান। টাইগারদেরকে তাদের পছন্দের ফরম্যাটে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। তবে হোয়াইটওয়াশের আনন্দের মাঝেই দুঃসংবাদ পেলেন আফগানিস্তানের তারকা ব্যাটার ইব্রাহিম জাদরান। ব্যাট ছুড়ে মেরে আইসিসি থেকে শাস্তি পেয়েছেন এই ওপেনার। গতকাল (মঙ্গলবার) সিরিজের শেষ ওয়ানডেতে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন জাদরান। সেঞ্চুরির এত কাছে গিয়েও রানআউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। আর তাতেই মেজাজ হারিয়ে বসেন এই আফগান ওপেনার। মাঠ থেকে বেরিয়ে ড্রেসিংরুমে ফেরার পথে শুরুতে ব্যাটে ঘুষি দেন তিনি। এরপর ডাগআউটের সামনে জোরের সঙ্গে ব্যাট ছুঁড়ে মারেন। এমনকি ডাগআউটে থাকা চেয়ারেও লাথি মারেন জাদরান। এমন আচরণের কারণে তাকে শাস্তি দিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আচরণবিধির লেভেল-১ ভাঙার দায়ে তাকে তিরস্কার করেছে আইসিসি। একইসঙ্গে ম্যাচ ফি’র ১৫ শতাশং...