নিজস্ব প্রতিবেদক: টানা পাঁচ দিন ধরে চলা রক্তক্ষরণের পর শেয়ারবাজারে মাত্র একদিনের যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছিল, বুধবার (১৫ অক্টোবর) তা আবারও চরম আতঙ্কে পরিণত হয়েছে। বাজারে ছড়িয়ে পড়া মার্জিন ঋণ বিধিমালা সংশোধনের গুঞ্জন যেন বিনিয়োগকারীদের স্নায়ুতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। এই গুজবে আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে একের পর এক শেয়ার বিক্রি করতে থাকে। এর ফলে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৮১ পয়েন্টের বেশি হারিয়ে ৫ হাজার ১৬২ পয়েন্টের অতল গহ্বরে নেমে আসে—যা ছিল দিনের সবচেয়ে ভয়াবহ চিত্র। বুধবার দিনের শুরুতে বাজারে কিছুটা চাঙ্গাভাব দেখা গিয়েছিল, যা বিনিয়োগকারীদের মনে ক্ষণিকের আশা জাগায়। প্রথম দেড় ঘণ্টায় সূচক বেড়ে ৫ হাজার ২০৬ পয়েন্ট ছাড়িয়ে গেলেও, সেই ইতিবাচক ধারা বেশিক্ষণ টিকতে পারেনি। দিনের শেষ দিকে 'প্যানিক সেলিং'-এর চাপ এতটাই...