একেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে— আর তখন কারখানা মালিকের, কারখানা ভবন, কাজের পরিবেশ না থাকা, বা অনুমোদনের কাগজ না থাকা— কোনও না কোনও জটিলতার প্রমাণ পাওয়া যায়। এমনকি বেশিরভাগ ক্ষেত্রে ‘বৈধতা না থাকা বা ঝুঁকির নোটিশ’এর কথাও শোনা যায়। প্রশ্ন হলো, যেকোনও ঝুঁকি যদি নজরে আসে, সেটা ঠিক করার জন্য কতদিন পর্যন্ত সময় দেওয়া হবে। শ্রমিক অধিকার নিয়ে কাজ করেন যারা, তারা বলছেন, শক্ত আইন তৈরি না করলে কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। দরকার আইনি কাঠামো ও জবাবদিহি। ২০২৩ সালে বঙ্গবাজারে আগুনের ঘটনার পর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দাবি করেছিল, ওই ঘটনার চার বছর আগেই অগ্নিনিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। তখন ফায়ার সার্ভিস থেকে বঙ্গবাজার কমপ্লেক্সে বেশ কিছু ব্যানারও টানিয়ে দেওয়া হয়েছিল। সবাই জানতো, এই কমপ্লেক্স বড় ধরনের...