জুলাই সনদে সই করার আগে বাস্তবায়নের উপায় জানতে চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এ মন্তব্য করেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আখতার হোসেন বলেন, “জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদের আইনি ভিত্তির কথা বলেছে এবং তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে— এই দাবিও জানিয়েছে। আমরা জুলাই সনদের যে অনুলিপি পেয়েছি, সেখানে বাস্তবায়নের কোনো উপায় বা পদ্ধতি উল্লেখ নেই এবং নোট অব ডিসেন্ট বিষয়ে ভবিষ্যতে কী সিদ্ধান্ত হবে তাও উল্লেখ নেই।” এনসিপির অন্যতম শীর্ষ এই নেতা আরও বলেন, “গণভোট কোন উপায়ে এবং কখন অনুষ্ঠিত হবে— সেই বিষয়টিও উল্লেখ নেই। জাতির কাছে বাস্তবায়নের উপায়, আদেশ ও গণভোটের বিষয়গুলো খোলাসা করতে হবে। এগুলোর...