সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় একই ওয়ার্ড জামায়াতে ইসলামীর ‘আমির’ মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি। তিনি নতুন যোগদানকারীদের বরণ করে নেন এবং বিএনপির পতাকা হাতে তুলে দেন। এসময় সাঈদ হাসান জ্যোতি বলেন, বাঙালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় জামায়াতের ওয়ার্ড ‘আমির’ আনোয়ার হোসেনসহ ৩০ জন নেতাকর্মী আমার হাত ধরে বিএনপিতে...