সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ—যেখানে বলা হয়, তিনি মা-বাবার খোঁজ রাখেন না এবং স্ত্রী-সন্তানদের অস্বীকার করেন। বুধবার ঢাকায় হাজির হন রিপন মিয়া। তার সঙ্গে ছিলেন মা, স্ত্রী ও দুই সন্তান। ওইদিন ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি কখনো মুচকি হাসেন, আবার কখনো পরিবারের সঙ্গে আবেগে কেঁদে ওঠেন। রিপন মিয়া জানান, ‘ঘুম থেকে উঠে চা খাইতে গেছিলাম, হঠাৎ কয়েকজন সাংবাদিক এসে ক্যামেরা ধরল। মজা করতে বলল, আমি ছন্দ বলে মজা করছিলাম। কিন্তু পরে তারা আমার পরিবার নিয়ে নানা উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। আগে জানায়নি তারা আমার বাড়ি গিয়েছে। পরে টিভিতে দেখি, কথাগুলো কেটে কেটে দেখানো হয়েছে। আমি তো সব বলছিলাম, কিন্তু ভিডিওতে সবটা রাখা হয়নি।’...