চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের দায়িত্বহীনতার জবাব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়।এ সময় তিনি অমোচনীয় কালি না থাকা, ১০০ গজের মধ্যে স্লিপ প্রদান ও ভোট চাওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন।বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।সম্মেলনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কথা বলার, স্বাধীনতার মূলে হলো চাকসু। নির্বাচন কমিশন বলেছিল, পূর্বের ডাকসু, জাকসু নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে এবার সুষ্ঠু নির্বাচন করবে। কিন্তু তারা তা পারেনি।’আমি আয়নাঘরে ছিলাম : আমির হামজাতিনি বলেন, ‘এ নির্বাচনে এমন কালি ব্যবহার করা হয়েছে যা সহজেই মুছে যায়, অথচ কথা ছিল অমোচনীয় কালি ব্যবহারের। এমনকি আমার হাতের কালিও মুছে গিয়েছিল। এক ঘণ্টা...