১৫ অক্টোবর ২০২৫, ০৯:২৭ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:২৭ পিএম ফিলিস্তিনের চার্চ অ্যাফেয়ার্সের উচ্চ প্রেসিডেন্সিয়াল কমিটি বলেছে, ইসরায়েলি দখলদার শাসন ফিলিস্তিনে খ্রিস্টানদের উপস্থিতি ধ্বংস করে দিয়েছে। কমিটি ইসরায়েলি শাসনের গাজায় গণহত্যা অভিযানের পর সেন্ট পোরফিরিয়াস চার্চ, দ্য হলি ফ্যামিলি চার্চ, ব্যাপটিস্ট হাসপাতাল এবং অর্থোডক্স সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্রসহ বেশ কয়েকটি চার্চ ও খ্রিস্টান প্রতিষ্ঠানে হামলার কথা জানিয়েছে। কমিটি নিশ্চিত করেছে, গণহত্যা শুরুর পর থেকে ৪৪ জন খ্রিস্টান নিহত হয়েছেন, যাদের কেউ কেউ সরাসরি ইসরায়েলি শাসনের হামলায়, আবার কেউ কেউ মানবিক অবস্থার অবনতির কারণে মারা গেছেন। কমিটি অধিকৃত পশ্চিম তীরের খ্রিস্টান গ্রাম তাইবে বসতি স্থাপনকারীদের বারবার আক্রমণ, জেরুজালেমের (আল-কুদস) অর্থোডক্স প্যাট্রিয়ার্কেটের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা, চার্চগুলির উপর ভারী কর আরোপ এবং আর্মেনিয়ান চার্চের সম্পত্তি দখল করার ঘটনাও তুলে ধরেছে,...