জানা গেছে, বিগত কয়েক বছর ধরে গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার হ্যান্ডবল ইভেন্টে জোন পর্যায়ে ও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আসছে রামকৃষ্ণপুর গালর্স হাইস্কুলের ছাত্রী খেলোয়াড়রা। গেলো ৩ বছরে ৩বারই সাতক্ষীরা জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হয় তারা। আগামি ১৭, ১৮ ও ১৯ অক্টোবর খুলনায় উপ-অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে তারা। প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেয়েদের এমন অভাবনীয় কৃতিত্বের পিছনে যাদের অবদান অন্যতম তারা হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, ক্রীড়া শিক্ষক মো.আবুল হোসেন ও কোচ সাজিদুল করিম তপু। এছাড়া সার্বিকভাবে তত্ববধায়ন ও অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলাম।হ্যান্ডবল টিমের খেলোয়াড় ১০ম শ্রেণির ছাত্রী সালমা খাতুন বলেন, ‘ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে ৩বার চ্যাম্পিয়ন হয়েছি। খুলনায় বিভাগীয় পর্যায়ে খেলতো যাবো। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার নতুন নতুন অনেক কিছু শিখছি।’ টিমের...