বলিউড অভিনেত্রী কঙ্গনাকে সব সময় দেখা যায় স্পষ্ট কথা বলতে। নিজের সম্পর্কে যেমন বলেন তেমনই সহ-শিল্পীদেরও ছেড়ে কথা বলেন না তিনি। এবার একইরকম ভাবে শাহরুখ খানকে নিয়ে ভিন্ন রকম মতপ্রকাশ করলেন অভিনেত্রী।শাহরুখের স্ট্রাগল নিয়ে প্রশংসা তার একদম পছন্দ নয়। এমনটাই তিনি তার কথায় তুলে ধরেন।একজন সাধারণ পরিবার থেকে উঠে এসে সুপারস্টার হলেন শাহরুখ। এই মানুষটি প্রত্যেকটা ব্যক্তির জন্য একজন আদর্শ। কিন্তু এ নিয়ে ভিন্ন মতের কঙ্গনা বলেন, ‘আমি এত সাফল্য কিভাবে পেলাম? আমার মত সম্ভবত কেউ নেই যে গ্রাম থেকে এসে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছে। অনেকে তো আমার গ্রামের নামই শোনেনি কোনোদিন।’কঙ্গনা আরও বলেন, ‘আপনারা সবসময় শাহরুখ খানের কথা বলেন। কিন্তু ও তো দিল্লির ছেলে। কনভেন্টে পড়াশোনা করেছে। ওর কাছে অনেক সুযোগ ছিল। আমি কিন্তু হিমাচলের প্রত্যন্ত গ্রামের মেয়ে।...