বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে ইতালির উদিন শহরে বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েছে ইসরায়েলি ফুটবল দল। ফিলিস্তিনি ভূখণ্ডে গণহত্যা চালানো দেশকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজপথ। পুলিশ বাধা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপক্ষের সংঘর্ষের কারণে উদিন শহর রণক্ষেত্রে পরিণত হয়, এমনকি স্টেডিয়ামের গ্যালারিতেও প্রতিকূল প্রভাব দেখা দেয়। স্টেডিয়ামের ২৫,০০০ দর্শক ধারণ ক্ষমতা থাকলেও টিকিট কেটে বিক্রি হয় মাত্র ৯,০০০টি। মঙ্গলবার রাতের ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়ামের আশপাশের এলাকা রেড জোন ঘোষণা করে ইতালির নিরাপত্তা বাহিনী। অস্থায়ী ব্যারিকেড তৈরি করা হলেও বিক্ষুব্ধ জনতা তা তুলে ফেলতে শুরু করে। পুলিশ বাধা দিলে আন্দোলনকারীরা পাথর নিক্ষেপ করে। উত্তেজনা নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেট ব্যবহার করা হয়। পরিস্থিতি সন্ধ্যা গড়িয়ে আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা গাজার যুদ্ধবিরোধী চুক্তিকে...