জুলাই সনদ স্বাক্ষরের পর নভেম্বরে গণভোট আয়োজন করার দাবি জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তুলে ধরেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ বলেছেন, “গণভোট জাতির একটা ম্যান্ডেট পাওয়ার মাধ্যম। এটাকে কোনো অবস্থায় বিলম্ব করার সুযোগ নেই। জুলাই সনদ স্বাক্ষরের পর নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে।” সরকার শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিলেও এর বাস্তবায়নের পথ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়ে গেছে। সেই মতপার্থক্য মিটিয়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা কাটাতে বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দল ও জোটের নেতাদের নিয়ে এই জরুরি বৈঠকে বসেন ঐকমত্য কমিশনের সভাপতি, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার সভাপতিত্বে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল...