টানা পাঁচ বছরের মতো বিশ্বের চতুর্থ ‘দুর্বলতম’ পাসপোর্টের তালিকায় জায়গা করে নিয়েছে পাকিস্তান। চলতি বছরের হেনলি পাসপোর্ট ইনডেক্সে এই তথ্য উঠে এসেছে। ৭ অক্টোবর প্রকাশিত সর্বশেষ বৈশ্বিক সূচকে যৌথভাবে ১০৩ তম অবস্থানে রয়েছে পাকিস্তান ও ইয়েমেন। পাকিস্তানের চেয়ে পিছিয়ে আছে শুধু ইরাক (১০৪), সিরিয়া (১০৫) ও আফগানিস্তান (১০৬)। সূচক অনুযায়ী, পাকিস্তান ও ইয়েমেনের পাসপোর্টধারীরা ২২৭টি সম্ভাব্য গন্তব্যের মধ্যে মাত্র ৩১টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। অন্যদিকে, ইরাকের নাগরিকরা যেতে পারেন ২৯টি দেশে, সিরিয়ার নাগরিকরা ২৬টিতে ও আফগানদের জন্য এই সংখ্যা মাত্র ২৪। ২০২১ সাল থেকে হেনলি ইনডেক্সে পাকিস্তানের পাসপোর্ট ধারাবাহিকভাবে বিশ্বের চতুর্থ দুর্বলতম হিসেবে স্থান পাচ্ছে। সূচকটি দেশগুলোর ‘ভিসামুক্ত স্কোর’, অর্থাৎ ভিসা ছাড়াই বা পৌঁছানোর পর ভিসা পাওয়ার অনুমতিপ্রাপ্ত গন্তব্যের সংখ্যার ওপর ভিত্তি করে তৈরি করা হয়। ২০২৪ ও...