দেশের জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম। এই তারকা আবারও প্রমাণ করলেন, বিনয় আর মানবিকতার দিক থেকে তিনি সত্যিই অনন্য। সাধারণ মানুষ হিসেবে বাসে যেভাবে যাতায়াত করেছেন, সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল (১৪ অক্টোবর) সকালে। এক যাত্রী তার ফেসবুক পোস্টে লেখেন, সকালে ময়মনসিংহ থেকে রাজিব পরিবহনের বাসে করে ঢাকায় আসছিলেন তিনি। গাজীপুর চৌরাস্তা থেকে বাসে ওঠেন ডা. এজাজুল ইসলাম। সাধারণ বেশেই তিনি এসে বসে যান ড্রাইভারের পাশের সিটে। সবাই তাকে দেখে চিনতে পেরে অবাক হয়ে যান। কাব্য কথা নামের ওই পেজ থেকে এজাজের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘উনার সম্পর্কে আগে অনেক ইতিবাচক কথা শুনেছি। আজ নিজ চোখে দেখলাম তার সাধারণ জীবনযাপন। বাসে সিট না পেয়ে ড্রাইভারের পাশে বসার জায়গায় বসেছিলেন। আমি সিট ছাড়তে...