ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ সুবিধাভোগী সাবেক সচিব সেলিম উদ্দিনকে মিসরের কায়রোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে অন্তবর্তী সরকার। পররাষ্ট্র ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলে আওয়ামী আমলে সচিব হয়ে অবসরে যাওয়া এই বিতর্কিত কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগের দেওয়ার সব প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে নিজেদেরকে বঞ্চিত ও বৈষম্যের শিকার মনে করছেন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিসিএস ১৩ ব্যাচের এডমিন (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৪ সালে সিভিল সার্ভিসে যোগ দেন সেলিম উদ্দিন। তবে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্যারিয়ারে দ্রুত উন্নতি পেতে থাকেন সেলিম। ২০১২ সাল থেকে ২০২৪ সালের ডিসেম্বরে অবসরে যাওয়া পর্যন্ত সময়কালে ঢাকার বাইরে শুধু একটি পোস্টিং বাদে, সবসময় ঢাকাতেই দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৬ সালের ৩১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৬...