বিশিষ্ট কবি জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজের ৭১তম জন্মদিন সাড়ম্বরে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে কেক কাটা, ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং তার নতুন বই ‘সত্তরের সকালে’ এর মোড়ক উন্মোচন করা হয়। জন্মদিনের এই বিশেষ আয়োজনে হাসান হাফিজ দেশের অভ্যন্তরে বিদ্যমান ‘জাতীয় সমস্যা, অন্তর্ঘাত ও ষড়যন্ত্র’ মোকাবিলা করে দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে কবি হাসান হাফিজের ৭১তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কাটা পর্ব শেষে প্রেসক্লাবের কর্মচারী ইউনিয়ন প্রথম ফুলেল শুভেচ্ছা জানায়। ক্রমান্বয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন,জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটি, চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), গাজীপুর সাংবাদিক সমিতি, জাতীয় কবিতা পরিষদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাবের ক্রীড়া উপকমিটি, বেঙ্গল বুকস প্রকাশনীসহ...