চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত একজন মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের নাম মিলন (৬০)। তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের মারকৈল-সাহাপুর এলাকার নওসাদ আলীর ছেলে।আরো পড়ুন:নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুবিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থক তরিকুলকে মারধর করেন বলে অভিযোগ উঠে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের লোকজনের বিরুদ্ধে। এর জেরে মঙ্গলবার বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।...