প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ আগামী বছর হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিকের মর্যাদায় এই তিন দলের বিশ্বকাপে খেলা আগে থেকেই নিশ্চিত। অক্টোবর মাসের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। ওইদিন ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ছয়টি দল- দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, সৌদি আরব, কেপ ভার্দে ও সেনেগাল। সেই সঙ্গে বাছাই উৎরে গতকাল মঙ্গলবার পর্যন্ত যোগ হয়েছে আরও ২৫টি দল। এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে যারা: কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক) ও যুক্তরাষ্ট্র (স্বাগতিক) (বাছাই খেলে আরও ৩ দল উঠবে) কনমেবল (দক্ষিণ আমেরিকা): আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে এএফসি (এশিয়া): অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, সৌদি আরব ও কাতার সিএএফ (আফ্রিকা): মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, আইভরিকোস্ট ও সেনেগাল। উয়েফা (ইউরোপ):...