সামাজিক মাধ্যমে জনপ্রিয় রিপন মিয়া বর্তমানে নতুন এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। গত কয়েকদিন ধরে ফেসবুকে তাকে ঘিরে বিভিন্ন আলোচনা ছড়িয়েছে। বিশেষ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ-এর এক প্রতিবেদনে তাকে নিয়ে কিছু অভিযোগ উঠে আসে, যেখানে বলা হয় তিনি বাবা-মায়ের দেখভাল করেন না এবং স্ত্রী–সন্তানদের অস্বীকার করেন। তবে সব অভিযোগই খণ্ডন করেছেন রিপন। তিনি সময় সংবাদে সপরিবারে উপস্থিত হয়ে খোলাখুলি জানিয়েছেন, সেদিন আসলে কী ঘটেছিল। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সময় এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল ও সময় ফেসবুক পেজে তাদের সঙ্গে এই সাক্ষাৎকার সম্প্রচার করা হবে। “ঘুম থেকে উঠে চায়ের দোকানে গিয়েছিলাম। এ সময়ে কয়েকজন সাংবাদিক এসে ক্যামেরা ধরেন, আর আমাকে মজা করতে বলেন। একপর্যায়ে তারা আমার পরিবার নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। তারা যে এখানে আসার আগে আমার বাড়িতে গিয়েছিল, তা...