ইতোমধ্যে জামায়াতে ইসলামসহ বেশ কয়েকটি ইসলামী দল তাদের দলীয় একক প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন এই ৬টি আসনে। সভা-সমাবেশের মাধ্যমে মাঠে প্রস্তুতির কাজ শুরুও করে দিয়েছেন ওই সব প্রার্থী। তবে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি এখনো ব্রাহ্মণবাড়িয়ার কোনো আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬ আসনের প্রতিটি থেকে ৬ থেকে ৭ জন করে প্রায় অর্ধশতাধিক বিএনপি নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী। এদের মধ্যে গত ১৬ বছর মাঠে ছিলেন না, এমন অনেক নেতাই এখন সরব। প্রায় সবাই সপ্তাহের শুক্র-শনিবার এ দুই দিন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন এলাকায় কর্মীসভা, আলোচনা সভাসহ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এতে দলের অভ্যন্তরে নির্বাচনী আমেজ বিরাজ করছে। এছাড়া, সনাতন ধর্মাবলম্বীদের ভোট পেতে বিদায়ী দুর্গাপূজায় জামায়াত মনোনীত ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা মণ্ডপে...