সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জাল নোটের বিস্তার ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন দৈনিক পত্রিকায়ও খবর বেরিয়েছে, বিপুল পরিমাণ জাল নোট দেশের বাজারে প্রবেশ করেছে। এমন পরিস্থিতিতে সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ এবং সংশয় তৈরি হয়েছে। এই অবস্থায় নগদ টাকার লেনদেনে জনসাধারণকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বড় অংকের লেনদেন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করারও পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স ও পাবলিকেশন্সের পরিচালক সাঈদা খানম সই করা বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী জাল নোট তৈরি, বহন এবং লেনদেন সম্পূর্ণ অবৈধ। এটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে জাল নোটের বিস্তার রোধে তৎপর রয়েছে...