টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের তিন নম্বর পজিশন নিয়ে আলোচনা চলছে অনেকদিন ধরে। অলিভার পোপ নাকি জ্যাকব বেথেল- অ্যাশেজ শুরুর আগে নতুন মাত্রা পেয়েছে এই বিতর্ক। ইংলিশ ব্যাটিং গ্রেট অ্যালিস্টার কুক তিন নম্বরে পোপকেই দেখতে চান। অস্ট্রেলিয়ায় বেথেলকে এই জায়গায় খেলিয়ে ‘বাজি ধরতে’ মানা করেছেন তিনি। এক বছরের বেশি সময় ধরে টেস্টে ইংল্যান্ডের প্রথম সাতটি পজিশন ছিল অপরিবর্তিত। কিন্তু গত নভেম্বরে বেথেলের উত্থানের পর পোপের তিন নম্বর পজিশন হুমকির মুখে পড়ে যায়। নিউ জিল্যান্ডে অভিষেক সিরিজে তিনে খেলে সবগুলো টেস্টেই ফিফটি উপহার দেন বেথেল। এর মধ্যে ওয়েলিংটনে দ্বিতীয় ইনিংসে করেন ৯৬ রান। তিন ম্যাচের ওই সিরিজে পোপ ব্যাটিং করেন ছয় নম্বরে। গত মে মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তিন নম্বরে ফেরেন পোপ। ওই সময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে...