১৫ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পিএম জুলাই সনদের ভিত্তিতে ‘পিআর’ পদ্ধতিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কক্সবাজারে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় কক্সবাজার শহরের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলা জামায়াতের বিভিন্ন উপজেলার আমীর, সেক্রেটারি, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, শ্রমিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সংখ্যাগরিষ্ঠভিত্তিক নির্বাচনী ব্যবস্থা জনগণের বৃহৎ অংশকে প্রতিনিধিত্বহীন করে রেখেছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো পিআর পদ্ধতি, যা সময়ের দাবি, জনগণের দাবি এবং গণতন্ত্র রক্ষার দাবি। তিনি বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিআর পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি জুলাই সনদের...