বুধবার (১৫ অক্টোবর) নয়াপল্টনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কার্যালয়ে শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে সেলিম ভূঁইয়া এসব কথা বলেন। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী একাধিক নেতার আওয়ামী আমলের ছবি ও ভিডিও তুলে ধরে তিনি বলেন, আন্দোলন কারা করছে? কারা নেতৃত্ব দিচ্ছে? দেখেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী সেই শিক্ষক এবং ধানমন্ডির একটি স্কুলের আওয়ামী লীগের বড় নেতাসহ আরও কয়েকজনকে আওয়ামী লীগ প্রচুর ফান্ড দিচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। তিনি বলেন, তারা বিভিন্ন সময় শেখ মুজিবের ছবি দিয়ে মাঠে কাজ করেছেন এবং টুঙ্গিপাড়াতে শেখ মুজিবের মাজারে গিয়ে কান্নাকাটি করেছেন, মোনাজাত করেছেন। তাদের মাধ্যমে আওয়ামী লীগ এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এছাড়া অন্য একটি দলও তাদেরকে ব্যবহার করছে। সেলিম...