ঢাকায় চলমান ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টে প্রত্যাবর্তনের এক দারুণ গল্প লিখলেন জারিফ আবরার। ভারতীয় প্রতিপক্ষের কাছে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছেন তিনি। ভারতের শৌণক চ্যাটার্জিকে ২-১ সেটে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন এই তরুণ। আজ (বুধাবার) রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রায় পৌনে তিন ঘণ্টার রোমাঞ্চকর লড়াই শেষে শৌণককে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়েছেন জারিফ। এদিন ম্যাচের প্রথম সেটেই এগিয়ে যান শৌণক। জারিফকে ৫-৭ গেমে হারিয়ে লিড নেন তিনি। পরের দুই সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়ান জারিফ। দ্বিতীয় সেটে শৌণককে ৬-২ গেমের বড় ব্যবধানে হারিয়ে খেলায় সমতা ফেরান। ফলে তৃতীয় সেটে ফলাফলের জন্য অপেক্ষা ছিল রোমাঞ্চকর এক লড়াইয়ের। তৃতীয় সেটের শুরুতেই ৩-০ গেমে লিড নেন জারিফ। তখনই মনে হচ্ছিল ফলাফল আসতে যাচ্ছে জারিফের পক্ষে। তবে তখনও অনেক...