সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। কিন্তু সেই ছবিটি নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প। বরং তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন ছবিতে তাঁর চুল “গায়েব” করে দেওয়া হয়েছে। ট্রাম্পের দাবি, ছবিটি নিচের দিক থেকে তোলা হওয়ায় কোণটি ছিল ‘ভয়াবহ’ এবং ছবিতে এমনভাবে দেখা যাচ্ছে যেন তাঁর মাথার ওপরের অংশে “ভাসমান ছোট্ট মুকুট” বসানো হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ওরা আমার চুল উধাও করে দিয়েছে, তারপর মাথার ওপরে এমন কিছু বসিয়েছে যা ছোট্ট ভাসমান মুকুটের মতো দেখাচ্ছে। একেবারে অদ্ভুত! নিচ থেকে তোলা ছবি আমি কখনোই পছন্দ করিনি, কিন্তু এটা তো ভয়ংকর। একে ধিক্কার জানাতেই হয়। ওরা আসলে কী করছে, আর কেন করছে?” তবে ছবির সমালোচনা করলেও, টাইম ম্যাগাজিনে প্রকাশিত তাঁর ওপর লেখা প্রতিবেদনের...