বলিউডের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মস তাদের সফল হরর-কমেডি জগতের নতুন অধ্যায় নিয়ে আসছে। তারা মুক্তি দিতে যাচ্ছে ‘থাম্মা’। ছবিটিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা ও নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো তারকারা। এটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান। পরিচালনায় আছেন আদিত্য সারপোতদার। ছবিটির ক্রিয়েটিভ শো-রানার হিসেবে কাজ করছেন আমর কৌশিক। তিনি ‘স্ত্রী’ ও ‘ভেড়িয়া’র মতো হিট ছবির নির্মাতা। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘স্ত্রী’ সিনেমা থেকেই ম্যাডক ফিল্মসের হরর-কমেডি বিশ্ব তৈরি হয়। এরপর আসে ‘ভেড়িয়া’, ‘স্ত্রী ২’ ও ‘মুঞ্জ্যা’। সাত বছর পর এই ধারাবাহিকতায় ‘থাম্মা’ যুক্ত হতে যাচ্ছে এক নতুন মাত্রা হিসেবে। প্রযোজক দিনেশ ভিজান বলেন, ‘‘স্ত্রী’ মুক্তির পরই বুঝেছিলাম এটা একটা নতুন বিশ্ব তৈরি করবে। এখন আমাদের সিনেমাগুলোর একটা নিয়ম, একটা জগত, এমনকি নিজস্ব পুরাণও তৈরি হয়েছে। থাম্মা সেই বিশ্বকে আরও বিস্তৃত...